ঝিনাইদহের শৈলকূপার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় জড়িত থাকায় ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) অমিত কুমার বর্মন জানান, শনিবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের সমর্থক নিহতের ঘটনায় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়। সেই সাথে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না দেওয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে হত্যার পর এলাকায় উত্তেজনা থাকায় সংঘর্ষ এড়াতে গ্রামে গ্রামের অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
গত শনিবার বিকালে সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে নিহত হয় জসিম উদ্দিন নামে নৌকা প্রতীকের এক সমর্থক। এর আগে শুক্রবার ওই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে হারান বিশ্বাস নামে নৌকা প্রতীকের আরও একজন নিহত হয়। সে ঘটনায় আহত হয় আরও ৯ জন।