নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, ‘নৌকাবাইচ, হাডুডু, সাঁতারসহ গ্রামীণ সবধরণের খেলার আয়োজন আমরা অব্যাহত রাখবো এবং সবধরণের খেলায় আমরা জিতবো।’
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিক্রিরচর গুদারাঘাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘নৌকা বাইচ খেলার এমন আয়োজন আগে দেখিনি। খেলাটি দেখে প্রচণ্ড ভালো লেগেছে।’
তিনি বলেন, ‘আমার স্লোগান ছিলো খেলা হবে। এই স্লোগান পশ্চিমবঙ্গ ভাড়া করে নিয়ে গেছে। ওই খেলা আজকে হয়েছে।’
নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান শামীম ওসমান।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌসের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম শওকত আলী, আলীটেক ইউনিয়নের চেয়াম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়নের চেয়াম্যান ফজর আলী, এনায়াতেনগর ইউনিয়নের চেয়াম্যান আসাদুজ্জামান আসাদ, কুতুবপুর ইউনিয়নের চেয়াম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।