ঢাকা: ডিসিসি উত্তর ও দক্ষিণে নির্বাচনে আর কোনো বাধা থাকলো না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দক্ষিণে সীমানা নির্ধারণের গেজেট নির্বাচন কমিশনে পাঠানোর মধ্য দিয়ে এ বিষয়টি নিশ্চিত হলো।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, ফ্যাক্স যোগে ইসি সচিব সিরাজুল ইসলাম বরাবার সীমানা নির্ধারণের গেজেট এসেছে। এতে বলা হয়েছে, নির্বাচন সম্পন্ন করার জন্য সীমানা নির্ধারণের গেজেট বিজ্ঞপ্তি পাঠানো হলো। গেজেটের কপির সাথে পাঠানো এক চিঠিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব সরোজ কুমার নাথ ডিসিসি নির্বাচন সম্পন্ন করতে ইসি সচিবকে অনুরোধও জানিয়েছে।
গত ২৮ জানুয়ারি সীমানা নির্ধারণের গেজেটটি তৈরি করে মন্ত্রণালয়। এটি বিজি প্রেসের ওয়েব সাইটেও ছিলো এতদিন। প্রায় ২৫ দিন পর এ সম্পর্কে ইসিকে জানানো হলো।