ঢাকার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিজয় দিবসের অনুষ্ঠানে দর্শকদের মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ।
থানার এসআই চয়ন সাহা জানান, বিজয় দিবসের আগে বুধবার রাতে ওই ঘটনার পর ওসি আব্দুর রশিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী সামনে রেখে গত কয়েক দিন ধরেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে। বুধবার রাতের অনুষ্ঠানে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শক উপস্থিত হলে বসার জায়গা নিয়ে সঙ্কট দেখা দেয়। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করা নিয়ে কিছু দর্শক মারামারিতে জড়ায়।
খবর পেয়ে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদসহ পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন।এক পর্যায়ে দর্শকদের দিক থেকে ছোড়া ইটের টুকরো আব্দুর রশিদের মাথায় লাগলে তিনি আহত হন।
এসআই চয়ন জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি; ঘটনাস্থল থেকে কাউকে আটকও করা হয়নি।