ওয়াকআউট করলেন তাহজীব আলম সিদ্দিকী

Slider জাতীয়

Parlament_Tahjeeb_313235723

জাতীয় সংসদ ভবন থেকে: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের সাম্প্রতিক সফর ও তিস্তা ইস্যু নিয়ে সংসদে কথা বলতে দাঁড়ান স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। মমতা বন্দোপাধ্যায়ের সফর প্রসঙ্গে কথা বলার সময় তার মাইক বন্ধ করে দেন স্পিকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরুর আগেই পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ চান তাহজীব আলম।

কথা বলার শুরুতেই তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের সফর সমন্ধে আমি সংসদে প্রতিক্রিয়া জানাতে চাই।

একথা বলার পর স্পিকার বলেন এটা পয়েন্ট অব অর্ডার হয় না। আপনি কোন পয়েন্টে কথা বলতে চান তা ঠিক করুন। এক মিনিটে সামারাইজ করুন।

স্পিকারের নির্দেশনার পরেও একই বিষয়ে কথা বলতে থাকলে তাহজীব আলমের মাইক বন্ধ করে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মাইক বন্ধ করার পর তাহজীব আলম সিদ্দিকী অধিবেশন কক্ষে হইচই করে ওয়াকআউট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *