করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

Slider সারাবিশ্ব


করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএন’র।

সোমবার প্রকাশিত খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার শরীরে করোনার হালকা উপসর্গ দেখা যায়। এরপর তার করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো আরও হয়েছে, ‘রবিবার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর থেকেই অসুস্থতা বোধ করতে থাকেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।’

প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, সিরিল রামাফোসা বর্তমানে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *