গাজীপুর: জেলার শহীদ তাজ উদ্দিন আহমদে মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নামা এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। কালিগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার(২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর জেলা শহরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নামা পুরুষ(৩০) কে আশংকাজনক অবস্থায় নিয়ে আসে জনৈক বকুল মিয়া নামে এক ব্যাক্তি। কিছুক্ষন পর তার মৃত্যু হয়।
মেডিকেলের জরুরী বিভাগের ডাক্তার মেহেদী হাসান(ইন্টার্নী) জানান, জনৈক বকুল মিয়া নামে এক ব্যাক্তি অজ্ঞাত ওই ব্যাক্তিকে মুমূর্ষ অবস্থায় হাসাপাতালে নিয়ে আসেন। কয়েক মিনিটের মাথায় তার মৃত্যু হয়। লাশের গায়ে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। সড়ক দূর্ঘটনায় তিনি আহত হয়েছেন বলে বকুল মিয়া হাসপাতাল কর্তপক্ষকে জানিয়েছেন। তবে ওই ব্যাক্তির মৃত্যুর পর বকুল মিয়া পালিয়ে যায়। বকুলের বাড়ি গাজীপুর সদর থানার হাতিয়াব গ্রামে বলে রেজিষ্টারে লিপিবদ্ধ আছে। লাশটি বর্তমানে গাজীপুর মর্গে আছে।
এদিকে রোববার বিকালেগাজীপুরে কালীগঞ্জের দড়িপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে
এক মহিলা নিহত হয়েছে। পঁয়ত্রিশ বছর বয়সের ওই মহিলার পরিচয় পাওয়া যায় নি।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই ইমাম আরেফিন জানান, গাজীপুরের
কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া রেলক্রসিংয়ের পাশে রেলপথ পার হওয়ার সময় ওই
মহিলা ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার মাথা ও মুখমন্ডল
থেতলে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের পরিচয় জানা
যায়নি। তার পরনে খয়েরী রংয়ের সালোয়ার-কামিজ ছিল। লাশটি উময়না তদন্তের
জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বরে জানান এসআই ইমাম
হোসেন।