তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেনের ব্যাপারে সরকারের সুষ্পষ্ট বক্তব্য থাকা দরকার। এটি যে কেবল রুচিশীলতা, শ্লীলতা-অশ্লীলতার ব্যাপার তাই নয়।
সাধারণ নাগরিকের নিরাপত্তাবোধ, আইন শৃংখলারক্ষীবাহিনীর ভাবমূর্তি এবং সম্মানবোধের প্রশ্নও। সরকারের নিরবতা ডা. মুরাদের প্রতি প্রশ্রয় হিসেবেই বিবেচিত হবে।
আবারও বলি, কোনো কার্যকর রাষ্ট্রে, শোভন সরকারের মন্ত্রিসভায় ডা. মুরাদরা কোনোভাবেই থাকতে পারে না।
শওগাত আলী সাগর
লেখক : প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম
(ফেসবুক থেকে সংগৃহীত)