শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ শীত এলেই বাঙালির মনে পড়ে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণ হয় না। ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর শুরু হয় নবান্ন উৎসব।প্রতিটি ঘরে ঘরে রকমারি পিঠা তৈরির উৎসবে মেতে উঠতো গৃহস্থ বাড়ির গৃহিণীরা। কালের বিবর্তণে এ ঐতিহ্য এখন ম্লান হয়ে আসছে।
হারানো সেই ঐতিহ্য ও সংস্কৃতি ফেরে পেতে গাজীপুরের শ্রীপুর ট্যুরিজম বাইকার্স যুব উন্নয়ন সংঘের এই পিঠা উৎসবের আয়োজন। ভ্রমণ প্রিয় সংগঠনটি ভ্রমনের পাশা-পাশি বিভিন্ন সময় ভিন্নধর্মী আয়োজন করে থাকে।
রবিবার ০৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কাইচাবাড়ি গ্রামে পিঠা উৎসবের আয়োজন করা হয়। শ্রীপুর ট্যুরিজম বাইকার্স যুব উন্নয়ন সংঘের উদ্যোগ্যে ও ভূঁইয়া ট্রাভেলস এজেন্সি সত্বাধাকারী গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া এই উৎসবের আয়োজন করেন। ট্যুরিজমের সভাপতি খন্দকার মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আরিফ মন্ডলে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক এশিয়ান টেলিভিশন কবির সরকার, দৈনিক দিনকাল শ্রীপুর প্রতিনিধি বশির আহম্মেদ কাজল, দৈনিক নবরাজ গাজীপুর ব্যাুর চীফ মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মাহবুবুর রহমান,প্রথম আলো সাদেক মৃধা, গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান,হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন , ঢাকা পোষ্ট এর সিহাব খাঁন, দৈনিক সংবাদ মো: রুহুল আমীন, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল-আমিন, দৈনিক মুক্ত খবর প্রভাষক মো.সাইফুল ইসলাম, দৈনিক নয়া শতাব্দী সোলাইমান মোহাম্মদ, বাংলাদেশ সমাচার ফুয়াদ মন্ডল, আনন্দ টিভি মোঃ আদনান মামুন, বাংলা টিভি মোঃ সুমন প্রধান, দৈনিক দেশ প্রতিদিন ইঞ্জি: আসাদুজ্জামান বিপু, দৈনিক আমার সময় মাওলানা আফসার আহম্মদ, দৈনিক স্বদেশ বিচিত্রা আনোয়ার হোসেন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ মোয়াজ্জেম প্রধান, গোসিংগা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হুমায়ূন কবির প্রধান, ভাইরাল কাকুলী ফার্ণিচারের এমডি আমান উল্লাহ, পর্যটক শফি কামাল, পর্যটক এ্যাডঃ কাসেম আজাদ, ট্যুরিজমের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ কবিরাজ, সদস্য আফসার উদ্দিন, আলমগীর শেখ, রুহুল আমিন,নজরুল ইসলাম, খোরশেদ আলম, জুয়েল প্রধান,এমদাদুল হক,মাসুদ রানা সহ সকল সদস্য বৃন্দ।