বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে জিতলো শ্রীলঙ্কা। আজ ডানেডিনে ৪ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা। প্রথমে ব্যাটিং শেষে ৪৯.৪ ওভারে ২৩২ রান তুলে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আসগর স্টানিকজাই। জবাবে দলীয় ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের জয়ের পথ গড়ে দেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনে। ১২০ বলে ১০০ রান করেন তিনি। শেষদিকে থিসারা পেরেরা ২৬ বলে ৪৭ রান করলে ১০ বল বাকি থাকতে জয় পায় শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে শ্রীলঙ্কা। আর আফগানিস্তান হারে বাংলাদেশের কাছে।