আজ দুপুরে ওড়িশার পুরীতে সাইক্লোন জাওয়াদ তার ল্যান্ডফলটি সম্পন্ন করবে। তবে, জাওয়াদ এখন গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে, তাই এই ঝড়ে আশংকার কিছু নেই বলে জানাচ্ছেন ভুবনেশ্বর ও কলকাতার আবহাওয়াবিদরা। বহু জায়গায় বিপদ সংকেত লাল থেকে কমলা করে দেয়া হয়েছে। কলকাতার আকাশ রোববার সকাল থেকেও কিন্তু মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে ঝিরঝির বৃষ্টি পড়ছে। হাওয়ার প্রকোপ সে ভাবে দেখা যাচ্ছে না।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে জাওয়াদ এর গতি সর্বনিম্ন ঘন্টায় ন কিলোমিটার হয়ে গেছে, তাই ঝড়ের তাণ্ডব আর দেখা যাবে না। জাওয়াদ এর অভিমুখ এরপর বাংলাদেশে। সেখানে কি প্রলয় ঘটাতে পারে এই ঝড়? ভারতীয় আবহাওয়াবিদদের মতে, ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হওয়া জাওয়াদ এর শক্তিক্ষয় হয়েছে। বাংলাদেশে আবহাওয়া পরিবর্তন ছাড়া বিশেষ কিছু এই সাইক্লোন করতে পারবে না বলেই তাঁরা মনে করেন।