নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ীই তারা বিক্ষোভে অংশ নেন। আজ শুক্রবার সকাল ১১টায় রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নিয়ে ১১ দফা দাবি আদায়ে স্লোগান দেন। রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আজও কিছু শিক্ষার্থীকে গাড়ির লাইসেন্স পরীক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী সামিয়া জানান, ১১ দফা দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে। আগামীকাল শনিবার দুপুর ১২টায় তারা রামপুরা ব্রিজের ফুটপাতে দাঁড়িয়ে ‘সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনার’ বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করবেন। আঁকবেন ব্যঙ্গচিত্র।