এইচএসসি- প্রথম দিনে অনুপস্থিত ৪,৫৯৩

Slider শিক্ষা


এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে ৪ হাজার ৫৯৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। আর বহিষ্কার করা হয়েছে ৩ শিক্ষার্থীকে।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে সকালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫৪ হাজার ৫০২ জন। পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯১৭ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৮০ শতাংশ। অসৎ উপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে ৩ শিক্ষার্থীকে। যাদের মধ্যে ২ জন দিনাজপুর ও ১ জন যশোর বোর্ডে।

আর বিকালে অনুষ্ঠিত পরীক্ষায় নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৬৪ জন। যার মধ্যে উপস্থিত ছিলেন ১৫৬ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৮ জন। শাতংশে যা দাঁড়ায় ৪ দশমিক ৮৮ শতাংশ। বিকালে সাধারণ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ও লঘু সংগীত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকালের পরীক্ষায় বহিষ্কার করা হয়নি কোন শিক্ষার্থীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *