বোয়ালখালী থানায় ধান খাওয়ার অভিযোগে হাতির বিরুদ্ধে জিডি, তদন্ত করছে পুলিশ

Slider টপ নিউজ


চট্টগ্রাম: বাড়ির উঠানের গোলা থেকে ধান খাওয়ার অভিযোগে হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন নিপুল কুমান সেন নামে এক ব্যক্তি। শনিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। নিপুল শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আদৌ ধানের ক্ষতি হয়েছে কি না তা আমরা তদন্ত করে দেখছি। সাধারণভাবে হাতির খাদ্য তালিকায় ধান থাকে না। জিডি সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে টিন দিয়ে গোলা বানিয়ে সেখানে ধান রাখেন নিপুল। এবার তার দুই একর ৪০ শতক জমিতে প্রায় ১৬০ মণ ধান উৎপাদন হয়েছে। সেই ধান উঠানের গোলায় রেখেছিলেন।

গত ২২ নভেম্বর ভোররাতে হাতির পাল এসে গোলার প্রায় ৪০ মণ ধান নষ্ট করে। নিপুল জানান, এলাকার লোকজন ভোরে জমিতে কাজ করতে যাওয়ার সময় গোলা থেকে হাতির ধান খাওয়ার দৃশ্য দেখেছে। তারা চিৎকার শুরু করলে হাতিগুলো পাহাড়ের দিকে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *