টঙ্গীতে ভয়াবহ আগুন, বস্তিবাসীর পাঁচশ’ ঘর ছাই

Slider জাতীয়


গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নিঃস্ব হয়ে গেছে অনেকে।

শনিবার ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই বস্তির একটি ঘরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি করে লোকজন কোনমতে ঘরের বাইরে চলে আসে। তারা বলছেন, ঘরের বাইরে মালামাল বের করতে না পারে অনেকে নিঃস্ব হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন এগিয়ে আসে সহায়তার জন্য। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন বলছেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা সহ সবধরনের সহযোগিতা দেয়া হবে পর্যায়ক্রমে।

আগুন লাগার ফায়ার সার্ভিস বিভাগের সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ মানিক উজ্জামান জানান, টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুই ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তাও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

তবে স্থানীয়রা বলছে আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তাদের দাবি, আগুনে পুড়ে গেছে প্রায় পাঁচশত বস্তিঘর।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *