মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে ঘনকুয়াশা আর শীত। গত কয়েকদিন ধরেই সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত শীতের আভাস পাওয়া যাচ্ছে। বুধবার রাত থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক, যার কারণে শৈত্যপ্রবাহ অনেক বেড়েছে।
সকালে রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নেই বললেই চলে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাসা থেকে বের হতেই চাচ্ছে না। অতিরিক্ত সতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা এড়াতে গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের হেডলাইট জ্বালিয়ে রেখে চলাচল করছে।
উত্তরাঞ্চলে শীত থাকলেও মহাদেবপুরে রয়েছে র্সবনিম্ন তাপমাত্র। হঠাৎকরে এই কুয়াশা ও শীতের কারণে ঠাণ্ডাজনিত কারণে সর্দি কাশিজ্বরসহ বিভিন্ন রোগ বাড়ার আশঙ্কাও রয়েছে।
উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মোঃ আমজাদ হোসেন ও কলনীপাড়ার আবুল কালাম বলেন, কয়েকদিন ধরে হালকা শীত ছিল। তবে গতকাল থেকে কুয়াশা পড়া শুরু হয়েছে। আজ আরো বেশি পড়েছে। সে কারণে শীত যেন আরো বেড়েছে।