রাজধানীর গুলশান থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ও জামিন পেয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। আজ ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলায় জামিন পেয়েছেন তিনি। ফলে তার মুক্তিতে আর বাধা নেই।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়।