আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান। আজ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম। তিনি বলেন, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে বলেছেন তিনি। রিভিউ আবেদনে তিনি খালাশ পাবেন বলেও মন্তব্য করেছেন কামারুজ্জামান। এর আগে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর প্রবেশ করেন তার ৫ আইনজীবী তাজুল ইসলাম, শিশির মো. মনির, এহসান এ সিদ্দিক, মশিউল আলম ও মতিউর রহমান আখন্দ। বৃহস্পতিবার কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারির পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে তা পড়ে শোনানো হয়। এরপর তিনি কারা কর্তৃপক্ষকে তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের কথা জানান।