জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকুমার রায়ের প্রয়াণে একাডেমিক কমিটি আর্টস গ্রুপ কর্তৃক আয়োজিত স্মরণ সভা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে।
প্রসেসর ড. মো. ইকবাল রুমি শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আ. ন. ম. ফজলুল হক সৈকতের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শিক্ষা ও গবেষণা অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, তাঁর স্ত্রী সহকারী অধ্যাপক রীতা ব্রহ্ম, তাঁর বন্ধু কবি তারিকুল ইসলাম, তাঁর ভাই দীপক কুমার রায়, সহকারী অধ্যাপক ইমন সালাউদ্দিন, পিএইচডি গবেষক আতাউর রহমান সায়েম, নাজিয়া আফরিন, এমএএস গবেষক সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, রাহিমা আক্তার প্রমুখ।
বিজ্ঞপ্তি