ঢাকা: মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকার ঐতিহ্যৃবাহী সরকারী তিতুমীর কলেজে বর্নাঢ্য আয়োজনে উৎযাপিত হচ্ছে মহান মাতৃভাষা দিবস।
শনিবার সকালে কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর বের হয় প্রভাত ফেরী।
অতঃপর কলেজের শহীদ বরকত অডিটরিয়ামে একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৫ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরকারী তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাসেরের নেতৃত্বে অনুষ্ঠিত প্রভাত ফেরী ও পুস্পার্ঘ অর্পন অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সেলিম খান ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।