কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সংলাপের মাধ্যমে দেশের বর্তমান সংকট নিরসনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানানোয় জাতিসংঘ মাহসচিব বান কি মুনকে অভিনন্দন জানিয়েছেন।
দেশের বর্তমান সংকট উত্তরণে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী মতিঝিলে তার অবস্থান কর্মসূচীর ২৪ তম দিন শুক্রবার এই অভিনন্দন জানান। কৃষক শ্রমিক জনতা লীগের সহযোগী সংগঠন যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, যুগ্ম আহবায়ক কাওসার জামান খানের নেতৃত্বে শতাধিক কর্মী কাদের সিদ্দিকীরে সঙ্গে অবস্থান করছেন।
গত বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মহাসচিবকে উদ্যোগ গ্রহণ করার জন্য আহবান জানান তিনি। তাছাড়া নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ারও আহবান জানান তিনি। –