রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ মালিকের কর্মচারীক পিটিয় আহত কর ৫লাখ ৩০হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে।
এঘটনায় মাওনা চৌরাস্তার মেসার্স মোড়ল এন্ড কাং এর ম্যানজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ বাদী হয়ে ৫ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এ ঘটনায় সোমবার (১৫নভেম্বর) শ্রীপুর থানায় মামলা হয়েছে। টাকা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রবিবার (১৪নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর শ্রীপুর উপজলার মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায়।
হামলায় আহতরা হলো মেসার্স মোড়ল এন্ড কাং এর মালিক আলহাজ্ব আ.কাদির মোড়ল , ম্যানজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ, কর্মচারী আলমগীর,রুবেল বাসার নিরাপত্তা প্রহরী সুকুমার।
মামলায় অভিযাক্তরা হলা, স্থানীয় যুবলীগ নেতা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানর ছেলে মো. আজিজুর রহমান জন (৩২),মোবারকের ছেলে সবুজ মিয়া(৩২) ,আ.ছাত্তারের ছেলে তাইজুদ্দিন (৪০), মূলাইদ গ্রামের সাকিব (৩০) ও রিয়েল (৪০)।
মামলার বাদী শরিফ হাসান জানান,অভিযুক্ত আজিজুর রহমান জন এবং তার সহযোগীরা যুবলীগ নেতা । একই সাথে অভিযুক্ত জন গাজীপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি।
মামলা সূত্রে জানাযায়, মো. জাহিদুল হাসান শরিফ মাওনা চৌরাস্তায় মেসার্স মোড়ল এন্ড কোং নামক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানজার হিসেবে কর্মরত আছেন। রবিবার সন্ধ্যা সাড় ৬টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের কেশের ৫লাখ ৩০ হাজার টাকা একটি ব্যাগ করে মালিক আ. কাদির মোড়লের বাসায় পৌঁছে দিতে যান। বাড়ির অদূর পৌঁছাতেই অভিযুক্তরা হামলা করে ম্যানজারকে আহত কর টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । ম্যানজারের ডাক চিৎকার শুনে মালিক আ.কাদির কর্মচারী আলমগীর ,রুবেল ও নিরাপত্তা প্রহরী সুকুমার এগিয় আসে। হামলাকারীরা তাদের কেও পিটিয় আহত করে। এসময় ম্যানেজার শরিফের হাতে থাকা ৫লাখ ৩০ হাজার টাকা ভর্তি ব্যাগটি হামলা কারীরা ছিনিয়ে নেয়। এঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসন জানান,ঘটনার পর থেকে আসামীরা পলাতক আছ। তাদর ধরতে অভিযান চলছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, ঘটনার পরথেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদর আইনের আওতায় আনা হব।