আমিন মোহাম্মদ
সৌদি আরব ব্যুরো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদঃ খাদ্য নিরাপত্তা বিষয়টি এখন ভাবিয়ে তুলেছে মুসলিম দেশ গুলোকেও। ঠিক এরই প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তায়নারীদের উদ্বুদ্ধ করতে উন্নয়নে নারীদের অবদান বিশেষ করে কৃষি ক্ষেত্রে এ বছর ইসলাম উন্নয়ন ব্যাংক এওয়ার্ড পেয়েছেবাংলাদেশের নারী উদ্যোগক্তা সেলিনা জাহান।
আইডিবির ৫৭সদস্য দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সেলিনা জাহান এ পুরস্কার লাভ করেন। গত ২৫ ও ২৬ জুনজেদ্দায় অনুষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর ৪০বছর পুর্তি ও বাষিক সাধারণ অধিবেশনে তাকে এ পুরস্কার দেয়া হয়।
এবছর আইডিবি বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তার উপর সদস্য দেশগুলোর মধ্য থেকে ৯জনকে এওয়ার্ড দেয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিবি প্রেসিডেন্ট ডক্টর আহমেদ মোহাম্মদ আলি, সৌদি অর্থমন্ত্রী,মাইক্রোসফটএর প্রতিষ্ঠাতা বিল গেটসসহ ৫৬মুসলিম দেশের অর্থ মন্ত্রীরা।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর নেত্রীত্বে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ গ্রহনকরে।
বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, শুধু পুরুষ নয় খাদ্য নিরাপত্তার প্রশ্নে নারীদেরও সমান ভাবে এগিয়ে আসা উচিত। উন্নয়নেপুরুষদের পাশাপাশি নারীরাও যে এগিয়েএসেছে এটাই বিশ্ব দরবারে প্রমান করলেন বাংলাদেশের সফল নারী উদ্যোক্তানরসিংদীর সেলিনা জাহান।
আয়োজকরা জানান, আইডিবি তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করে থাকেন
ক্যাটাগরি গুলো হলো,
১. সদস্য দেশ সমুহের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান।
২. প্রকৌশল, কৃষি, চিকিৎসা বিজ্ঞান, জীব বৈচিত্র, তথ্য-প্রযুক্তি, ফার্মাসিটিউক্যাল, শিল্প কৌশল, মাইক্রো ইলেকট্রনিক, ন্যানো প্রযুক্তি এবং বিকল্প শক্তির উৎসে বিশেষ অবদান।
এবং
৩. আইডিবির সদস্য দেশ সমুহের উন্নত বৈজ্ঞানিক গবেষনা প্রতিষ্ঠান।
এওয়ার্ডের মধ্যে রয়েছে ১লাখ মার্কিন ডলারের চেক, ট্রফি এবং সার্টিফিকেট।