নরসিংদীর ভাটপাড়া এলাকায় পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক জাহিদ আহমেদ (৫০) মারা গেছেন। ১২ ফেব্রুয়ারি অবরোধকারীদের পেট্রলবোমায় দগ্ধ হন তিনি।
শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহিদ আহমেদের বাড়ি চাঁদপুরের আলিমপুর এলাকায়।
এর আগে ১২ ফেব্রুয়ারি রাতে নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে অবরোধকারীরা পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকচালক জাহিদসহ ৩ জন দগ্ধ হন।
দগ্ধ হওয়া অন্যরা হলেন- ট্রাকের হেলপার চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার সেলিম মিয়া (৪০) ও প্রাণ কোম্পানির নিরাপত্তাকর্মী মৌলভীবাজারের আলফু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।
দগ্ধ হওয়া অন্যরা হলেন- ট্রাকের হেলপার চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার সেলিম মিয়া (৪০) ও প্রাণ কোম্পানির নিরাপত্তাকর্মী মৌলভীবাজারের আলফু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।