চলমান সঙ্কট সমাধানের উপায় খুঁজে বের করতে বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এছাড়া স্থিতিশিলতা ও উন্নয়নের জন্য বিরোধীদের সঙ্গে সরকারকে গঠনমূলক সংলাপ করার আহ্বান জানিয়েছেন তিনি। গত রাতে ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে বান কি মুন এ আহ্বান জানান। বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং প্রাণহানীতে জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি শান্তিরক্ষী মিশনে ভূমিকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।