ইসমাঈল হোসেন গাজীপুরঃ অতিমারি করোনায় বিধ্বস্ত পৃথিবী ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা সেক্টর। সরকার গত ১২ অক্টোবর থেকে শর্ত সাপেক্ষে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে।
সম্প্রতি গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডে জয়দেবুর জোড়পুকুর এলাকায় এফ-২২১/৩, জাহান মঞ্জিল নামক একটি বহুতল ভবনে দুটি স্কুল স্থাপনের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল গিয়ে দেখা যায়, উক্ত ভবনে দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল থেকে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরের জুন মাস হতে একই ভবনে গাজীপুর ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নামে আরো একটি স্কুলের সাইনবোর্ড লাগানো হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গাজীপুর গাজীপুর ক্যামব্রিয়ান স্কুল এর পরিচালক আনোয়ার হোসেন জানান, করোনা কালীন সময়ে আমাদের আগের ভবনটি ছেড়ে দিয়েছি। জাহান মঞ্জিলের ভবন মালিক ও অপর স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মধ্যে কোন প্রকার সমস্যা হচ্ছে না।
বিষয়টি নিয়ে শহীদ ক্যাডেট একাডির প্রধান শিক্ষকের মোবাইলে একাধিক কল দিয়েও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।