স্বপ্ন পূরণ গ্রুপ তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে

সামাজিক যোগাযোগ সঙ্গী


গত ৬ সেপ্টেম্বর ২০২১, খিলগাঁও ব্লুমুন রেস্টুরেন্টে বেশ ঘটা করে হয়ে গেল স্বপ্ন পূরণ গ্রুপের ২য় গেটটুগেদার।
উক্ত অনুষ্ঠানে ২০ জন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
স্বপ্ন পূরণ গ্রুপের যে ২০ জন নারী উদ্যোক্তা
সম্মাননা পেলেন তারা হলেন-
১। সুরীতি মালিথা ( এডমিন)
২। মেহেরুন নেছা ( স্পন্সর)
৩। মাকসুদা কানন (স্পন্সর)
৪। সানজিদা খানম ( স্পন্সর)
৫। মহুয়া ইসলাম (স্পন্সর)
৬। রোকসানা পপি ( স্পন্সর)
৭। মেহেরুন্নেসা তন্দ্রা
৮। শাহনাজ আফরোজ প্রেমা
৯। তামান্না ইসলাম নুম্পা
১০। মনিষা রিফাহ তাসফিয়া
১১। ফাতেমা নুসরাত
১২। উম্মে তাহমীদ আব্দুল্লাহ
১৩।সম্পা নাসরিন
১৪।পারভীন শিরিন
১৫। সানজিদা আক্তার বীথি
১৬।পুণ্য মালিথা
১৭।নাসিমা আক্তার
১৮।পূরবী আলামীন
১৯। অতিথি সম্মাননা
২০। প্রেসিডেন্ট সম্মাননা

গতকালের গেটটুগেদারের বিষয়ে কথা হলো নারী উদ্যোক্তা তৈরির কারিগর স্বপ্ন পূরণ গ্রুপের প্রেসিডেন্ট খায়রুননেসা রিমি আপুর সাথে।

ঃ আপু আপনার গ্রুপের বর্তমান বয়স কত?

ঃ আমার স্বপ্ন পূরণ গ্রুপের বর্তমান বয়স ১ বছর ২ মাস ১ দিন।

ঃ স্বপ্ন পূরণ গেটটুগেদারে ২০ জন নারী উদ্যোক্তাকে
সম্মাননা প্রদান করেছেন সে বিষয়ে কিছু জানতে চাই-

ঃ স্বপ্ন পূরণ গ্রুপের ১৮ জন তরুণ উদ্যোক্তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গ্রুপের বাইরে গিয়ে আমরা যে দুজন তরুণ সংগীত শিল্পীকে সম্মাননা দিয়েছি তারা হলেন বিটিভির তালিকাভুক্ত কণ্ঠশিল্পী নাসিমা আক্তার ও পূরবী আলামীন।
বাকী ১৮ জন হলেন স্বপ্ন পূরণ গ্রুপেরই সম্মানিত তরুণ উদ্যোক্তা।
তবে আগামীতে আমরা তরুণ লেখক,কবি,প্রকাশক মোট কথা তরুণ প্রতিভাবান যারা আছে তাদের মধ্য থেকে সম্মাননা দিয়ে উৎসাহিত করে তাদেরকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়ে তাদের স্বপ্নকে পূরণ করাই স্বপ্ন পূরণ গ্রুপের মূল লক্ষ্য।
স্বপ্ন পূরণ গ্রুপ রান্না ঘর থেকে উদ্যোক্তা তুলে আনে।যারা কিছুই পারে না।তারা তাদের রান্না দিয়েই এগিয়ে গিয়ে স্বনির্ভর হোক।তবুও বাংলাদেশের কোনো নারী যেন বেকার না থাকে।
প্রতিটি নারী যেন স্বাবলম্বী হয়ে ওঠে।বাংলাদেশের প্রতিটি নারী যেদিন স্বাবলম্বী হয়ে উঠবে সেদিনই সত্যিকার অর্থে নারী মুক্তি ঘটবে। তাই আমার সব সময় চেষ্টা থাকে আমার আশপাশের সকল নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলা।

ঃখুব ভালো উদ্যোগ নিয়েছেন আপনি।সবাই যদি আপনার মতো করে এই ভাবে বেকার নারীদের কথা ভাবতো,তাদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসতো তাহলে কখনই আমাদের দেশে দারিদ্র্যতা থাকতো না।
স্বপ্ন পূরণ গ্রুপের এমন দু একজন সদস্যের নাম বলেন যারা স্বপ্ন পূরণ গ্রুপের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন।

ঃ যশোরের গুড় কন্যা শাহনাজ আফরোজ প্রেমা,স্বপ্ন পূরণ গ্রুপের পিঠা আপু মেহেরুননেসা তন্দ্রা,মশলা আপু রোকসানা পপি,নাজমিন রোজী, উম্মে তাহমিদ আব্দুল্লাহ এমন আরও অনেকেই আছে যাদের সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না।
নাজমিন রোজী ও উম্মে তাহমিদ আব্দুল্লাহ এদেরকে রান্না ঘর থেকে তুলে এনে উদ্যোক্তা বানিয়েছি।মানে অনেকটা জোর করেই ধরে এনে নিজে পেইজ খুলে
দিয়ে নিজ হাতে ধরে এদেরকে উদ্যোক্তা বানিয়েছি। তারা সকলেই এখন বেশ খানিকটা সফল উদ্যোক্তা।তারা এখন তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।আর এখানেই স্বপ্ন পূরণ গ্রুপের সার্থকতা।

ঃআপু অনেক ভালো লাগলো আপনার স্বপ্ন পূরণ গ্রুপের সফলতার গল্প শুনে।দোয়া করি স্বপ্ন পূরণ গ্রুপ লক্ষ নারীর স্বপ্ন পূরণে এভাবেই এগিয়ে যাক।
ঃঅনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার জন্যও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *