বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেছেন, জিয়া ছিলেন পাকিস্তানের দালাল। ‘যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে, যারা স্বাধীনতার বিরোধী’ তারাই তার সমালোচনা করেছেন এমন মন্তব্য করে ডা: মুরাদ বলেন, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ও মুসলমান ছিলেন। তিনি অসংখ্য মসজিদ ও মাদরাসা নির্মাণ করেছেন। তিনি অন্য ধর্মের বিরুদ্ধে কখনো কথা বলেননি।
‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ’ দেয়া নিয়ে বক্তব্য দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন তথ্য প্রতিমন্ত্রী। শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে স্থানীয় আলেম ও বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১বার হত্যাচেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মানব ঢাল তৈরি করে তাকে বাঁচানো গেলেও এ ঘটনায় অসংখ্য নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সহ-সভাপতি শাহাজাদা, সরিষাবাড়ি উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম প্রমুখ।
সূত্র : বাসস