আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

Slider জাতীয়


ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একই কক্ষ থেকে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে আশুলিয়ার রূপায়ন মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গরুক মন্ডল গ্রামের মুজাম মিয়ার ছেলে সবুর মিয়া (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)।

পুলিশ জানায়, জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় এবং বাকি দুজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন সবুর মিয়া। তবে কী কারণে সবুর মিয়া আত্মহত্যা করেছেন তার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *