ঢাকায় মমতা ব্যানার্জি

Slider সারাদেশ

Mamata_371158544

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-২৩০ করে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান।

এ সময় মমতা বানার্জিকে স্বাগত জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ঢাকাস্থ হাইকমিশনের কর্মকর্তারা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে এই সফরে এসেছেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী।

বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি উদযাপন দেখার আগ্রহের কথা জানার পরই মমতাকে আমন্ত্রণ জানান তিনি।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠকে তিস্তার পানিবণ্টনসহ দু’দেশের দীর্ঘদিন ধরে আটকে থাকা নানা বিষয় মিটে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতার সফরসঙ্গীদের অনেকেই।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন- সেখানকার নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, দীপক আধিকারী, এমপি, অভিনেত্রী মুনমুন সেন, এমপি, মুখ্য সচিব সঞ্জয় মিত্র।

তার প্রতিনিধি দলে বিশিষ্ট সাংস্কৃতিক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিরা রয়েছেন।

মমতা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মুখ্যমন্ত্রীর সম্মানে চা-চক্রের আয়োজন করবেন।

মমতা ব্যনার্জি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

ঢাকায় মুখ্যমন্ত্রীর অন্য আনুষ্ঠানিকতার মধ্যে তিনি এফবিসিসিআই ও কলকাতার ভারতীয় চেম্বার অব কমার্সের সহযোগিতায় ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ীদের উদ্দেশে বক্তৃতা করবেন।

পাশাপাশি তিনি বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন তার সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *