যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়


যুক্তরাজ্য থেকে বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানিয়েছেন, এর মধ্যে দুটি বাংলাদেশে তৈরি হবে ও তিনটি যুক্তরাজ্যে।

আজ শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশে ন্যাভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু মোটামুটিভাবে আমরা নীতিগতভাবে সম্মত যে, আমরা পাঁচটা জাহাজ নেবো। এর মধ্যে তিনটা তারা তৈরি করবে এবং দুটি আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।’

তিনি বলেন, ‘আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হবে এবং দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে বলে ঠিক করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য কাজ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *