সাভার: বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না গণ অধিকার পরিষদ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবো ও ৩০০ আসনে প্রার্থী দেব।
আজ শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আগামীতে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে নুর বলেন, ‘বর্তমান সরকার দুর্বৃত্তের সরকারে পরিণত হয়েছে। সব প্রতিষ্ঠানকে তারা দলীয়করণের মধ্য দিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। যেখানে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’
এ সময় দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমান সরকার লুটপাটে ব্যস্ত। দেশে তেলের দাম বাড়িয়ে মানুষকে বোকা বানিয়েছে সরকার। তিনি জানান, এই মুহূর্তে তারা বিশ দলীয় জোটেও যোগদান করবে না। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।’