হরতাল-অবরোধে নাশকতাকারীদের বিচারে সরকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে এ ট্রাইব্যুনাল গঠনের আগ পর্যন্ত প্রচলিত আইনেই দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এ ধরনের অপরাধীদের বিচার করবেন বলেও তিনি জানান। আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রত্যেক দায়রা জজের কাছে পত্র দিয়েছি যে একজন অতিরিক্ত দায়রা জজ যেন অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার (নাশকতার ঘটনায়) বিচার করেন। এরপর গত ১৫ই ফেব্রুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য বন্ধের ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।