বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৬ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল এরইমধ্যে স্কটল্যান্ড পৌঁছেছে। ওই দলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি গ্লাসগো বিমানবন্দরে অবতরণের মুহুর্তের একটি ভিডিও শেয়ার করে প্রতিমন্ত্রী মিস্টার আলম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি যে বার্তাটি দেয়ার চেষ্টা করেন তা হলো- আজ থেকে শুরু জাতিসংঘের ওই সম্মেলনের প্রত্যাশা- বিশ্ব জলবায়ু পরিবর্তনের কিছু উদ্যোগ মেঘ কাটিয়ে আলোর মুখ দেখবে। ঝুলে থাকা কিছু বিষয় সমাধানের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন জলবায়ু পরিবর্তনের বড় ভিকটিম বাংলাদেশের ওই প্রতিনিধি। তার বার্তাটি ছিল এমন “অনেক বছর পরে স্কটল্যান্ডে, ১৫ বছর তো হবেই। অন্য পরিচয়ে অনেকবার এসেছি।
গার্মেন্টস কারখানায় ব্যবহারের জন্য পুরনো দু’টো মেটাল ডিটেক্টর গ্লাসগোর কাছের একটা কারখানা থেকে কিনেছিলাম ২০-২২ বছর আগে। এবার এসেছি তার চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ কাজে। আবহাওয়া প্রায় সময়ই এমনই থাকে এখানে। তবে এবারের প্রত্যাশা বিশ্ব জলবায়ু পরিবর্তনের কিছু উদ্যোগ মেঘ কাটিয়ে আলোর মুখ দেখবে। কাজটা সহজ হবেনা। অনেক বড় রাষ্ট্র সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামও বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর নেতৃত্ব দিচ্ছে। অনেকদিন থেকে ঝুলে থাকা কিছু বিষয়ের সমাধানের আশা সকলের।”