প্রকাশ্যে এলেন তালেবানের প্রধান মোল্লা আখুন্দজাদা

Slider সারাবিশ্ব


আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক দল তালেবানের প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা প্রথমবারের মতো প্রকাশ্য সভায় এসেছেন।

শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে এক সভায় অংশগ্রহণের মাধ্যমে দেশটিতে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রথম জনসম্মুখে এলেন তিনি।

তবে তালেবানের পক্ষ থেকে কান্দাহারের দারুল উলুম হিকমা মাদরাসায় অনুষ্ঠিত এই সভার কথা রোববার প্রকাশ করা হয়।

‘নিজের সাহসী সৈন্য ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে’ এই সভায় মোল্লা আখুন্দজাদা অংশগ্রহণ করেন বলে জানানো হয়।

তবে অনুষ্ঠানের কোনো ভিডিও পাওয়া না গেলেও তালেবান সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যের দশ মিনিটের একটি অডিও রেকর্ড শেয়ার করা হয়।

মোল্লা আখুন্দজাদা তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ আফগানিস্তানের নিপীড়িত মানুষকে পুরস্কৃত করেন, যারা ২০ বছর ধরে অবিশ্বাসী অত্যাচারীদের বিরুদ্ধে লড়েছে।’

বক্তব্যে তিনি তালেবানের শহীদ, আহত যোদ্ধাদের জন্য দোয়া করেন। একইসাথে নতুন করে আফগানিস্তানকে গড়ার সাথে জড়িত কর্মীদের সাফল্য কামনা করে দোয়া করেন তিনি।

সভাস্থলে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছিলো এবং সভার কোনো ছবি বা ভিডিও ধারণ করতে দেয়া হয়নি।

২০১৬ সালে মার্কিন ড্রোন হামলায় সাবেক প্রধান মোল্লা আখতার মনসুরের মৃত্যুর পর মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদাকে তালেবানের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *