ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী বৃটেনে যেতে পারেননি। লন্ডনে ‘আই অন টিভি’র আমন্ত্রণে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল তার। কিন্তু তাঁকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি দেশটির হোম অফিস। আজহারীর যুক্তরাজ্যে যাওয়ার সংবাদে বিভিন্ন সংগঠনের তরফে প্রতিবাদ জানানো হচ্ছিল। একইসঙ্গে তার সফরের পক্ষে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন সমর্থকরা।
মিজানুর রহমান আজহারী মঙ্গলবার রাতে মালয়শিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর লন্ডনের ফ্লাইটে উঠার সংশ্লিষ্ট গেটে গেলে তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেয়া হয়নি এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।