টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে কিউইরা। মার্টিন গাপটিল ও ড্যারেল মিচেলের উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। এরপর নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ে। পাকিস্তানের হারিস রঊফ ২২ রানে চার উইকেট দখল করে নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামান।
গত সেপ্টেম্বরে হঠাৎ করেই পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। ‘হামলার হুমকি রয়েছে’ এমন অভিযোগ ছিল কিউইদের।
নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। এই ঘটনায় পুরো পাকিস্তান জুড়ে ওঠে সমালোচনার ঝড়। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ‘দেখে নেয়ার জন্য’ বাবর আজমদের উদ্দেশ্যে বার্তা দেন। শারজাহ’য় আলোচিত ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে গুঁড়িয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। অপরিবর্তিত একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি কেন উইলিয়ামসনের দল।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম শেইফার্ট, ড্যারেল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।