গুজব ছড়ানোর দায় ফেসবুক কর্তৃপক্ষকে নিতে হবে: তথ্যমন্ত্রী

Slider তথ্যপ্রযুক্তি


ঢাকা: ফেসবুকে ভুয়া আইডি খুলে যে মিথ্যা গুজব ছড়ানো হয়, এর দায় ফেসবুক কর্তৃপক্ষকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন: সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়া জড়িত। খুব শিগগিরই ফেসবুককে আইনী নোটিশ পাঠানো হবে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে সম্পাদক ফোরাম নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন: কুমিলা, রংপুর, নাছিরনগরসহ সারাদেশে যে হামলার ঘটনা ঘটেছে তার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে। ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে দেয়া হয়েছিল।

হাছান মাহমুদ জানান: ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা গুজব ছড়ানো হয়। এর দায় ফেসবুক কর্তৃপক্ষকে নিতে হবে। খুব শিগগিরই ফেসবুককে আইনী নোটিশ পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *