চট্টগ্রামের পূজাম-পে হামলায় নিজের সংগঠনের কেউই জড়িত নয় বলে দাবি করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র, যুব ও শ্রমিক পরিষদ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তিনি।
নুরুল হক নুর বলেন, চট্টগ্রামের পুজামন্ডপে হামলার অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকা-। আমরা এই সহিংসতার পেছনে বিএনপি বা আওয়ামী লীগকে দোষ দিতে চাই না। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানাই।
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাওয়া গণঅধিকার পরিষদের কর্মীদের ওপর সারাদেশে প্রতিহিংসামূলক মামলা ও হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে দ্রুত ক্ষমতা ছাড়ার দাবি করেন সমাবেশে অংশ নেয়া বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।।