বড় জয়ে মূল পর্বে শ্রীলঙ্কা

Slider খেলা


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। আর এ বিশাল জয়ে সুপার টুয়েলভ অর্থাৎ মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করে ফেললো দলটি।

আবুধাবিতে বুধবারের এ ম্যাচে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আইরিশরা। ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা ভালো ছিল না। প্রথম দুই ওভারেই তারা হারায় ৩ উইকেট। তবে শেষ পর্যন্ত ৭ উইকেটের বিনিময়ে ১৭১ রান করতে সমর্থ হন তারা।

ফলে জয়ের জন্য আয়ারল্যান্ডের সামনে দাঁড়ায় ১৭২ রানের বিশাল লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে আয়ারল্যান্ড হারায় ৬ উইকেট। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১০১ রানে অলআউট অ্যান্ড্রু বালবিরনির দল।

লঙ্কান বোলার মহেশ থিকসানা, চামিকা করুনারত্নে এবং লাহিরু কুমারার বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি আইরিশরা।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার জয় দুই ম্যাচে। অন্যদিকে আয়ারল্যান্ড ও নামিবিয়ার জয় একটি করে। নেদারল্যান্ডস কোনো ম্যাচ জিততে না পারায় এক ম্যাচ আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

লঙ্কানদের একটি ম্যাচ বাকি থাকলেও তাদের রানরেট ৩.১৬৫। অন্যদিকে আয়ারল্যান্ড ও নামিবিয়ার জয় একটি করে। পয়েন্টও সমান ২ করে। রানরেট দুই দলেরই মাইনাস।

যে কারণে শেষ ম্যাচে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কে উঠবে, তা নির্ধারণ হবে নামিবিয়া-আয়ারল্যান্ড ম্যাচেই। যে জিতবে সে উঠবে সুপার টুয়েলভে। অন্য দলের তো হারতেই হবে এবং তাদেরই বিদায় নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *