গাজীপুর, ২০ অক্টোবর, ২০২১: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উপলক্ষে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে আজ (বুধবার) সকালে সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে ক্বেরাত, ইসলামী গান, আযান, মহানবি (স.) এর জীবনীর উপর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক চারটি গ্রুপে মোট ১৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
মাওলানা কেফায়েত উল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল হোসেন রিজনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক এবং কচি-কাঁচা একাডেমির সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।
আলোচনা সভাশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।