কুমিল্লা: কুমিল্লার নানুয়ার দীঘিরপাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে প্রচারকারী ফয়েজ আহমেদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন।
ফয়েজ আহমেদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।
জানা গেছে, গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপের ঘটনাটি ফয়েজ আহমেদ ফেসবুক লাইভে প্রচার করেন। দৃশ্যটি মুহূর্তের মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম জানান, গ্রেপ্তার ফয়েজকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। গ্রেপ্তার ফয়েজকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।