গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌর নির্বাচনে নৌকার প্রতীক চাইলেন সম্ভাব্য মেয়র পদ একই পরিবারের আপন দুই ভাই ও ছোট বোনের স্বামীসহ ৭ জন দলীয় নেতা। ১০ বছর পর কালিয়াকৈর পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে।
আবেদনকারী আরও ৬ জন হলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তুষার। পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, জেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ সিকদার। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২ নভেম্বর, যাচাই—বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহার করার শেষ দিন ১১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠেয় হবে আগামী ২৮ নভেম্বর।