দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে: ফখরুল

Slider জাতীয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ইতিহাস ঐতিহ্য সম্প্রীতি সব নষ্ট করে দিচ্ছে। আজ দেশের নাগরিক হয়ে কেনো তার ধর্মীয় দিবস উদযাপন করতে পারবে না। সরকার পরিকল্পিতভাবে এসব করছে। তারা ‘৭৫ সালে গণতন্ত্র নিজ হাতে হত্যা করে আবার গণতন্ত্রের কথা বলছে। আজকে দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। যা আমরা চাইনি। আমরা স্বাধীন দেশে নাগরিক হয়ে থাকতে চাই।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সৈনিক জীবন থেকে রাষ্ট্রনায়ক জিয়া’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

ফখরুল বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষ আরও বেশি কষ্ট পাবে।
এখন ডান, বাম সবাইকে এক হয়ে এই দানব সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, অশান্তি ঘটালেন আপনারা। আগুন দিলেন আপনারা; মারলেন আপনারা; গুলি করলেন আপনারা এবং নিরীহ মানুষগুলোকে হত্যা করলেন। আর আজকে আপনারা শান্তির মিছিল বের করলেন। এর চেয়ে লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে না। আওয়ামী লীগ এটাই। তাদের তো আমরা চিনি, তাদের তো আমরা জানি। এটাই আওয়ামী লীগ। এটাই তাদের চরিত্র। তাদের জন্মের পর থেকে এটাই তারা করে এসেছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও জেডআরএফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপকমিটির সদস্য সচিব কৃষিবিদ শামীমুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেভিসি অধ্যাপক ড. আফম ইউসুফ হায়দার, অ্যাব-এর সাবেক সভাপতি প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, বিএমএর সাবেক মহাসচিব ডা. গাজি আবদুল হক, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আবদুল করিম, জেডআরএফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপকমিটির আহ্বায়ক ডা. পারভেজ রেজা কাকন এবং ঢাবি ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *