স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার মণ্ডপে যিনি ঘটনাটি ঘটিয়েছেন, যে ঘটনার কারণে এতকিছু, তাকে আমরা শিগগিরই ধরে ফেলবো। তিনি বারবার স্থান পরিবর্তন করছেন, তাই ধরা পড়ছেন না। তবে দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। কেন তিনি এই কাজ করলেন, আমরা তা জানবো, আপনাদেরও জানাবো। আজ দুপুরে ‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পল্লবীর সাহিনুদ্দিন হত্যার ভিডিও নোয়াখালীর যতন সাহার বলে অপপ্রচার করা হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের শিগগিরই খুঁজে বের করা হবে। তারা কেন এসব করছে তার জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উপমহাদেশ তথা পৃথিবীর অনেক দেশ অনেক কিছু করে, আমরা কিছু করি না।
তিনি বলেন, ‘এবারে পূজামণ্ডপে হামলা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় চাঁদপুরে হিন্দুদের উপসানালয়ে হামলা হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার করতেও বাধ্য হয়েছে। পাঁচ জন মারা গেছে। কেন এই হামলা?’
পীরগঞ্জের জেলেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিতোষের স্ট্যাটাসের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পুলিশ পাহারা দিয়েছে। তার বাড়িতে হামলা হয়নি, তার পাশের গ্রামে হামলা হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্ত করছি। তাদেরও আইনের আওতায় আনা হবে।’ তিনি বলেন, ‘অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমগুলোকে আরও সোচ্চার হতে হবে।’