দগ্ধ হওয়ার ছয়দিন পর পেট্রলবোমায় দগ্ধ মো. ইদ্রিস (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ইদ্রিস কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার গোয়াখালী গ্রামের সর্দার আহমদের ছেলে। গত ১১ই ফেব্রুয়ারি রাতে পটিয়া উপজেলার শাহমীরপুর এলাকায় সিএনজি অটোরিকশায় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুঁড়লে ইদ্রিসসহ চারজন দগ্ধ হন। ওইদিন রাতে ইদ্রিসসহ গুরুতর দগ্ধ দুইজনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ইদ্রিসের অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বিকালে তার মৃত্যু হয়। ইদ্রিস চট্টগ্রামের অক্সিজেন একটি কারখানায় কাজ করতো।