রাজধানীর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণে তিন রিকশা চালকসহ মোট ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- রিকশা চালক মো. রাজন (৩২), আমিনুল ইসলাম (৩৭), মো. বাদল (৪২) ও শ্রমিক মো. প্রেম বাবু (৪৩)। তারা জানান, রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে তারা আঘাতপ্রাপ্ত হন। তাদের কারো পায়ে, কারো হাতে গুরুতর আঘাত লাগে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।