ভীষণ রকম ভালো আছি
অন্যরকম সুখে,
তোর নামটা ভুল করেও
আসে না আর মুখে।
সুখে থাকার মন্ত্র আছে,
জানিস আমার হাতে,
ইচ্ছে করেই হয় না থাকা
এখন তোর সাথে।
এই জীবনে আর কখনও
হবে নাতো মিল,
মনের ভিটায় উড়ছে এখন
মাংস খাওয়া চিল।
সেই চিলটা মনের সুখে
খুবলে খায় দিল,
ব্যথায় কাতর হৃদয়টা আজ
ভীষণ রকম নীল।
নীল কষ্ট মনে নিয়ে
ভীষণ ভালো আছি,
তোকে ছাড়া এখন আমি
অন্যভাবে বাঁচি।
১৭-১০-২১
সময়-৯টা ৪৫ মিনিট
মায়াকানন, বাসাবো,ঢাকা।