গাজীপুর: কালিয়াকৈরে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের বিচার করার অপরাধে
শ্রীঘরে গেলেন ২ গ্রাম্য শালিসের মাতুব্বর।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এঘটনায় কালিয়াকৈর উপজেলা যুবলীগের
যুগ্ম আহ্বায়কসহ ৭জনকে আসামী করে মামলা হয়েছে কালিয়াকৈর থানায়। পুলিশ
এঘটনায় আনুর উদ্দিন ও আমির হোসেন নামে দুই মাতুব্বর কে মঙ্গরবার বিকালে
আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্নারা এলাকার ড্যাফোডিল
আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সুজন মাহমুদ তার স্কুলের
৯ম শ্রেনীতে অধ্যয়নরত এক ছাত্রীকে রাতে কোচিংয়ের নামে রোববার রাতে
জোড়পূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় সোমবার এলাকার মাতুব্বররা স্থানীয় ভাবে
মিমাংশা করার লক্ষ্যে সালিশ বিচার করে। বিচারে মাতুব্বররা ধর্ষককে জুতা
পেটাসহ দেড় লক্ষ টাকা জরিমানা করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে
স্থানীয় ভাবে বিচার করার অপরাধে ওই দুই জনকে আটক করে পুলিশ।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এস আই) মোঃ সাইফুল
ইসলাম স্থানীয় মাতাব্বর আনুরউদ্দিন ও আমির হোসেনকে আটকের সত্যতা নিশ্চিত
করে বলেন, স্পর্শকাতর এবিষয়ে বিচারের ক্ষমতা গ্রাম্য সালিশকারীদের নেই।