মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সঙ্ঘাতের কারণে দেশটির সাগাইং অঞ্চলে ৩০ সেনা নিহত হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।
মিয়ানমারের বিদ্রোহীদের সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের সামরিক সরকারের অনুগত সেনাবাহিনী দেশটির সাগাইং অঞ্চলে একটি নির্মূল অভিযান চালায়। এরপর এ অঞ্চলে এমন সঙ্ঘাতের ঘটনা ঘটে।
মিয়ানমারের বিদ্রোহীদের সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, কমপক্ষে ৩০ সরকারি সেনাসহ মিয়ানমারের এক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। মিয়ানমারের সামরিক বাহিনীর কতগুলো সামরিকযান পালে শহরের বাইরে স্থলমাইনের আঘাতে ধ্বংস হলে বহু সরকারি সেনা নিহত হয়। পিপলস ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা মিয়ানমারের সামরিক বাহিনীর এসব সাঁজোয়া যানের বহরের অপেক্ষায় ছিলাম। কারণ, আমরা জানতে পেরেছি যে মিয়ানমারের একজন শীর্ষ সামরিক কর্মকর্তাও এ সামরিক অভিযানে অংশ নিবেন।
এ বছরের ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সঙ্ঘাত বেড়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সঙ্ঘাতের ফলে ১১৬৭ ব্যক্তি নিহত হন। মিয়ানমারের সামরিক বাহিনীর এমন দমননীতির কারণে বিভিন্ন বিদ্রোহী সংগঠন গড়ে ওঠে সমগ্র মিয়ানমার জুড়ে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সঙ্ঘাত বাড়ছে।
সূত্র : এএনআই